free tracking

দলিলে নাম আর পরিচয়পত্রে নাম আলাদা? জানুন সমাধানের চাবিকাঠি!

জমির দলিলে আপনার নাম আর জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নাম আলাদা? এই ভুলেই জমি বিক্রি, নামজারি বা মালিকানা হস্তান্তরে আটকে যেতে পারেন। কিন্তু এখনই চিন্তা করবেন না,সমাধান আছে।

আইন বিশেষজ্ঞদের মতে, প্রথমেই নিতে হবে প্রত্যয়নপত্র। আপনি যদি ইউনিয়ন এলাকায় থাকেন, তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে; আর শহরে থাকলে ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে এই প্রত্যয়ন সংগ্রহ করুন। প্রত্যয়নপত্রে অবশ্যই স্পষ্ট উল্লেখ থাকতে হবে দলিলে যে নাম, এনআইডিতে যে নাম, তারা একই ব্যক্তি।

এরপর ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একজন আইনজীবীর মাধ্যমে একটি এফিডেভিট তৈরি করুন। এফিডেভিটে নামের অমিল ও একই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে হবে।

এই প্রত্যয়নপত্র ও এফিডেভিট জমা দিলে জমির নামজারি বা বিক্রির যাবতীয় আইনগত প্রক্রিয়া দ্রুত ও ঝামেলাহীন সম্পন্ন হবে।

এখনই ব্যবস্থা নিন, আর জমির কাগজপত্রের ঝামেলা থেকে মুক্তি পান! প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিন এবং কাজ শুরু করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *