পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে পাকিস্তানের মাটিতে যেন নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে নিষ্প্রভ পারফরম্যান্সে হতাশ করলেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে তার হতাশাজনক উপস্থিতিকে ছাপিয়ে আলো কাড়লেন তরুণ স্পিনার রিশাদ হোসেন, যিনি নিজের দুর্দান্ত বোলিংয়ে লাহোর কালান্দার্সকে পৌঁছে দিলেন আরেকটি ফাইনালে।
সিরিজ শেষে পিএসএলে ফেরার সুযোগ পেলেও এলিমিনেটর ম্যাচে জায়গা হয়নি রিশাদের। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পেতেই বাজিমাত করলেন এই লেগস্পিনার। ৩ উইকেট শিকার করে লাহোর কালান্দার্সকে তুললেন ফাইনালে—আর এ দিন ছাপিয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও।
ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বল হাতে শুরুটা অবশ্য ভালো হয়নি রিশাদের। প্রথম ওভারেই দিলেন ১৪ রান। তবে দ্বিতীয় ওভারে নিয়ন্ত্রণ ফেরান, তুলে নেন সালমান আঘার উইকেট। শর্ট বল পুল করতে গিয়ে লং অনে নাইমের হাতে ধরা পড়েন সালমান। এরপর তৃতীয় ওভারে ছক্কা হজম করার পরই শাদাব খানকে সাজঘরে ফেরান রিশাদ, ফিরিয়ে দেন ২৬ রানে থাকা এই অধিনায়ককে।
চতুর্থ ওভারে আবারও ছক্কা খান জিমি নিশামের কাছ থেকে। তবে ওভারের শেষ বলে নিশামকেও নিজের বলেই ক্যাচ নিয়ে বিদায় করেন রিশাদ। ম্যাচে ৩ ওভারে ৩৬ রান দিয়ে শিকার করেন ৩টি মূল্যবান উইকেট।
অন্যদিকে একেবারেই ফিকে ছিলেন সাকিব আল হাসান। ৩ ওভার বল করে দেন ২৭ রান, কোনো উইকেটের দেখা পাননি। ব্যাট হাতেও হতাশ করেছেন। ইনিংসের শেষ ওভারে নেমে দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরেছেন আকাশে তোলা ক্যাচে।
বল হাতে লাহোরের জয়ের ভিত্তি গড়ে দেন শাহীন শাহ আফ্রিদি ও সালমান মির্জা। শুরুতেই ১২ রানের মধ্যে তারা তুলে নেন ৩ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইসলামাবাদ। ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলটি গুটিয়ে যায় মাত্র ১০৭ রানে। আফ্রিদি ৩ রানে ৩ উইকেট, সালমান নেন ১৬ রানে ৩টি।
এর আগে টসে জিতে ব্যাটিং নেয় লাহোর কালান্দার্স। দ্বিতীয় ওভারেই হারায় ফখর জামানকে (১২)। এরপর নাইম শেখ ও আব্দুল্লাহ শফিকের ব্যাটে গতি পায় ইনিংস। নাইম ২৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেন, শফিক যোগ করেন ২৫ রান। পেরেরা ও রাজাপাকশের ছোট ছোট ঝড় ইনিংসের শেষভাগে এনে দেয় গতি। পেরেরা খেলেন ৩৫ বলে ৬১ রানের টর্নেডো ইনিংস।
সাকিব ব্যাটে শূন্য, বল হাতে উইকেটশূন্য। রিশাদ ব্যাটে ৫ রান, বল হাতে ৩ উইকেট—এই পারফরম্যান্সেই লাহোর কালান্দার্স পেল ৯৫ রানের বড় জয়। আগামী ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে তারা, চোখ শিরোপায়।
Leave a Reply