জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নিয়মিত সভা শেষে এবার সাংবাদিকদের ব্রিফিং না করে সরাসরি রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন উপদেষ্টারা। দীর্ঘদিনের রীতি ভেঙে এমন সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদের ১৯ সদস্য।
ফের নগর ভবন অবরোধ ইশরাক সমর্থকদের
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আজ একনেক সভা-পরবর্তী ব্রিফিং বাতিল করা হয়েছে। পরে সাংবাদিকদের কাছে সভার সারসংক্ষেপ মেইলে পাঠানো হবে।
তবে হঠাৎ করে এই রুদ্ধদ্বার বৈঠক এবং ব্রিফিং বাতিলের সিদ্ধান্ত ঘিরে নতুন করে আলোচনায় এসেছে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি। গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকে সেই প্রসঙ্গেই আলোচনা চলছে।
এর আগে বৃহস্পতিবার একটি অনির্ধারিত বৈঠকে অধ্যাপক ইউনূস তার সহকর্মী উপদেষ্টাদের কাছে দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানান। দেশের রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা কাজে বিঘ্ন ঘটাচ্ছে—এমন অসন্তোষ ও হতাশাও তিনি প্রকাশ করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনিই বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেন এবং তার ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরেন।
তবে বিষয়টি সামনে আসার পর বিভিন্ন মহল থেকে অধ্যাপক ইউনূসকে অনুরোধ করা হচ্ছে যেন তিনি পদত্যাগ না করেন।
Leave a Reply