উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ নিয়ে বিএনপির দাবির নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শনিবার (২৪ মে) রাতে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই- তারা সরকারে থেকে গণঅভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করছে। ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে বলা মানে তাদের অবজ্ঞা করা। আমরা এর নিন্দা জানিয়েছি।
জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র যেন নির্ধারিত সময়ের মধ্যেই জারি করা হয় সে বিষয়ে আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। তিনি তা আশ্বস্তও করেছেন।
এ সময় দ্রুত সময়ের মধ্যেই সকল জুলাই শহীদ ও আহতদের সহায়তার নিশ্চয়তার দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।
নাাহিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে করা সকল নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে অবৈধ ঘোষণা করতে হবে, এছাড়াও দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানানো হয়েছে।
Leave a Reply