চলমান কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর্জেন্টিনার লক্ষ্য উরুগুয়েকে ছাড়িয়ে এককভাবে কোপা আমেরিকার শিরোপা জয়ে শীর্ষে যাওয়া। দুই দলেরই শিরোপা সংখ্যা ১৫টি।
অন্যদিকে, কলম্বিয়ার লক্ষ্য দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জয়। ২০০১ সালে একমাত্র শিরোপা জিতেছিল দলটি। ঐতিহ্য কিংবা শক্তিতে পরিস্কারভাবেই এগিয়ে আর্জেন্টিনা। তবে আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জোর অধীনে ছেড়ে কথা বলবে না কলম্বিয়াও।
আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের দুদিন আগে বদ্ধ মাঠে অনুশীলন করেছে কলম্বিয়া। খবরটি জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো।
আজ লরেঞ্জোর অধীনে এই অনুশীলন করেছে কলম্বিয়া। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, সকালে শরীর গরম করার পর স্থানীয় ব্যারি বিশ্ববিদ্যালয়ে রুদ্ধদার অনুশীলন করেছে তারা। এদিন জিম এবং মাঠ দুই জায়গাতেই সময় কাটিয়েছেন ফুটবলাররা।
ফাইনালের আগে কলম্বিয়ার শেষ অনুশীলন হবে রোববার সন্ধ্যা ৬টায়। এদিন প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একই দিনে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
তবে সংবাদ সম্মেলনে লরেঞ্জোর সঙ্গে কোন কলম্বিয়ান ফুটবলার উপস্থিত হবেন সেটি এখনো জানা যায়নি। এদিকে সোমবারের ফাইনালে দানিয়েল মুনোজকে ছাড়াই আর্জেন্টিনার বিপক্ষে নামবে হবে কলম্বিয়াকে।
উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালে লাল কার্ড খেয়ে ফাইনালে নিষিদ্ধ হন তিনি। শঙ্কা আছে রিচার্ড রায়োসকে নিয়েও। অন্যদিকে, মেসির চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও পূর্ণ শক্তির আর্জেন্টিনাই মাঠে নামবে।
Leave a Reply