অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখায় ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে।
রোববার (২৬ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে ‘বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার’ শীর্ষক এক নাগরিক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা উত্থাপন করা হয়। জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. নাজিমুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএফ ফরমানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী, ব্যবসায়ী মো. আলমগীর অপূর্ব এবং কাজী আমিনুল করিম। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সমন্বয়ক মো. সালাহ উদ্দিন কবির।
সভায় উপস্থাপিত প্রস্তাবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের সম্ভাব্য কাঠামো তুলে ধরা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, রাষ্ট্রপতি হবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপ-রাষ্ট্রপতি ড. বদিউল আলম মজুমদার, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং উপ-প্রধানমন্ত্রী হবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এছাড়া মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী শ্রেণির অংশগ্রহণে একটি আনুপাতিক কাঠামোও প্রস্তাব করা হয়। প্রস্তাব অনুযায়ী, মন্ত্রিসভায় বিএনপি পাবে ২৫ শতাংশ, জামায়াতে ইসলাম ২০ শতাংশ, এনসিপি ১৫ শতাংশ, ইসলামী আন্দোলন ৫ শতাংশ, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও পেশাজীবীরা ১০ শতাংশ এবং অন্যান্য রাজনৈতিক দলসমূহ ২৫ শতাংশ।
বক্তারা বলেন, এ ধরনের কাঠামোর ভিত্তিতে একটি ‘জাতীয় সনদ’ প্রণয়ন করে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্যপূর্ণ নীতিমালা গঠন করা সম্ভব। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব ও ক্ষমতার ভারসাম্য রেখে স্বেচ্ছাচারিতার সুযোগ কমিয়ে আনা যাবে।
তারা আরও বলেন, এই কাঠামো চূড়ান্ত করতে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের মতামতকে গুরুত্ব দিতে হবে। প্রস্তাবিত জাতীয় সরকার হবে জনকল্যাণে নিবেদিত, অংশগ্রহণমূলক ও গণভিত্তিক— যেখানে শাসকরা হবেন জনগণের সেবক।
সভায় বক্তারা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে চলমান গণআন্দোলনের সব অংশীজনের সঙ্গে সংলাপ ও আলোচনার আহ্বান জানান।
ভিডিও দেখুন: https://youtu.be/_B_8zwG8_9s?si=6dEl2rEGZqumenrK
Leave a Reply