সরকারি চাকরি আইন সংশোধনের মাধ্যমে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা তিন দিন ধরে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। আজ সোমবার (২৬ মে) বিকেল ৪টার মধ্যে তাদের সঙ্গে কথা না বললে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিন দুপুরে সচিবালয়জুড়ে বিক্ষোভ শেষে গেটগুলোর সামনে অবস্থান নেন কর্মকর্তা ও কর্মচারীরা। এতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ১, ২ ও ৪ নম্বর গেট বন্ধ করে দেয়।
এ দিকে সচিবালয়ের এই আন্দোলনকে সংস্কারবিরোধী অবস্থান হিসেবে আখ্যা দিয়েছেন অনেকেই।
আজ সোমবার এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির নেতা রিফাত রশীদ।
Leave a Reply