পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে গোটা মুসলিম বিশ্ব। এই চাঁদ দেখার ওপরই নির্ভর করছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ। ইতিমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই তাদের ঈদের তারিখ ঘোষণা করেছে। তবে এখনও সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, যার ওপর অনেক দেশ তাদের ঈদের সময় নির্ধারণ করে থাকে।
ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, আগামীকাল বুধবার (২৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, ঈদুল আজহা উদযাপিত হবে শুক্রবার (৬ জুন)।
অন্যদিকে, মালয়েশিয়া জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। ফলে তাদের দেশে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদ উদযাপন হবে শনিবার (৭ জুন)।
একই ঘোষণা দিয়েছে ব্রুনাই। দেশটিতেও চাঁদ দেখা না যাওয়ায় ২৯ মে থেকে জিলহজ শুরু এবং ৭ জুন ঈদুল আজহা পালিত হবে।
মুসলিম বিশ্বের অন্যতম কেন্দ্রীয় দেশ সৌদি আরবে চাঁদ দেখা এবং হজের আনুষ্ঠানিকতার সঙ্গে সংশ্লিষ্ট কারণে সেখানে চাঁদ দেখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ রাতেই সৌদি আরবের চাঁদ দেখা কমিটি তাদের সিদ্ধান্ত জানাতে পারে। অনেক মুসলিম দেশ সৌদি ঘোষণার ওপর ভিত্তি করেই নিজেদের ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।
Leave a Reply