আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনাবাহিনী সম্পৃক্ত থাকবে—গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশের পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ মে) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, এই ধরনের কোনও কার্যক্রমে সেনাবাহিনীর অংশগ্রহণের পরিকল্পনা নেই এবং এ বিষয়ে তাদের কেউ অবহিত করেনি।
বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক আসন্ন ঈদুল আজহায় পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছেন। বিষয়টি সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রম সম্পর্কে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কাজে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই।”
সেনাবাহিনী আরও জানায়, বর্তমানে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এ ধরনের (বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিয়ন্ত্রণ) কর্মসূচি পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্ট ও দক্ষ স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সেবাদানকারী সংস্থাগুলোর উপর ন্যস্ত করাই যৌক্তিক হবে।
সম্প্রতি ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রশাসক গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বলেন, আসন্ন কুরবানির ঈদে পশুর বর্জ্য অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হতে পারে। এ মন্তব্যের প্রেক্ষিতেই সেনাবাহিনী তাদের অবস্থান পরিষ্কার করে।
Leave a Reply