চলছে ইউরো ২০২৪। জার্মানিতে চলমান এবারের আসর প্রায় শেষের পথে। বাকি আর মাত্র একটি ম্যাচ। যেখানে শিরোপার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। বার্লিনে ম্যাচটি শুরু হবে ১৪ জুলাই দিবাগত রাত ১টায়।
এরই মধ্যে ইউরোর এবারের আসরের সবচেয়ে বাজে খেলা ফুটবলারদের নিয়ে ফ্লপ একাদশ প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। যেখানে জায়গা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশ্বকাপে দারুণ করলেও এবারের ইউরোতে ব্যর্থ ছিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। ইউরোর ফ্লপ একাদশে গোলরক্ষক হিসেবে আছেন তিনিই। রক্ষণভাগে আছেন ইউক্রেনের জিনচেঙ্কো, ডেনমার্কের ক্রিস্টেনসেন এবং ইতালির মানচিনি ও ডি লরেঞ্জো।
ফ্লপ একাদশের মিডফিল্ডে রয়েছেন তিনজন। তারা হলেন- হাঙ্গেরির ডমিনিক সোবজলাই, সার্বিয়ার মিলিনকোভিচ স্যাভিচ ও স্কটল্যান্ডের স্টুয়ার্ট ম্যাকগিন।
তিনজন ফরোয়ার্ড এবারের ইউরোর ফ্লপ একাদশে জায়গা পেয়েছেন। রোনালদো ছাড়াও সেখানে আছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু ও সার্বিয়ার ডুসান ভ্লাহোভিচ।
Leave a Reply