‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের প্রতিবাদে ফুসে উঠেছেন সারাদেশের ছাত্রসমাজ। বক্তব্যের প্রতিবাদে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ স্লোগানে মিছিল নিয়ে রাজপথে নেমে এসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও।

রোববার (১৪ জুলাই) রাত ১টার দিকে থেকে বিভিন্ন হল থেকে বুয়েট শহীদ মিনার শিক্ষার্থীরা জড়ো হন। পরে মিছিল নিয়ে পলাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বকশি বাজার মোড় দিয়ে সোয়া ২টার দিকে হলে ফিরে যান।

এসময় শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আমার স্বাধীন বাংলায়, একের কথা চলে না, তুমি কে আমই কে, বাঙালি বাঙালি’ লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।

এই বক্তব্যের প্রতিবাদে এদিন রাতে বিক্ষোভে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *