ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে কাঁদিয়ে শিরোপা উৎসব করেছে স্পেন। এ নিয়ে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে স্প্যানিশরা। শিরোপা জয়ের দিনে টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারের ঝুলি ভরেছে লা ফুয়েন্তের শিষ্যরা।
রোববার (১৪ জুলাই) জার্মানির বার্লিনে হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্পেন। স্পেনের হয়ে গোল দুটি করেন নিকো উইলিয়ামস ও মিকেল অরিজাবাল। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি শোধ করেন কোল পালমার।
এদিকে টুর্নামেন্টের ফাইনাল শেষে এবার সবার আগ্রহে কে পেয়েছেন কোন পুরস্কার। কিংবা চ্যাম্পিয়ন স্পেন এবং রানার্সআপ ইংল্যান্ড কত টাকা নিয়ে ঘরে যাচ্ছে।
এক নজরে দেখে নেবো চ্যাম্পিয়নরা কত টাকা ও কে কি পুরস্কার পেল-
ইউরো চ্যাম্পিয়ন স্পেন: ২৮.২৫ মিলিয়ন ইউরো।
রানার্সআপ ইংল্যান্ড: ২৪.২৫ মিলিয়ন ইউরো।
প্লেয়ার অব দ্য ম্যাচ: নিকো উইলিয়ামস (স্পেন)।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: রদ্রি (স্পেন)।
উদীয়মান ফুটবলার: লামিন ইয়ামাল (স্পেন)।
সেরা গোলকিপার: মাইক মাইগনান (ফ্রান্স)।
গোল্ডেট বুট: হ্যারি কেইন (ইংল্যান্ড), দানি ওলমো (স্পেন), কডি গাকপো (নেদারল্যান্ডস), জামাল মুসিয়ালা (জার্মানি), জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া), ইভান শ্রানজ (স্লোভাকিয়া)।
Leave a Reply