কোটাবিরোধী আন্দোলনে যোগ দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ!

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে পদত্যাগ করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক আকন্দ।

সোমবার (১৫ জুলাই) রাত ৯ টার দিকে মো. ওমর ফারুক আকন্দ নামে তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমি মো. ওমর ফারুক আকন্দ, বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার ‘উপ-আইন বিষয়ক সম্পাদক’ পদ থেকে পদত্যাগ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (কোটা সংস্কার আন্দোলন) সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না।’

এবিষয়ে সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক আকন্দ বলেন, ‘চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। যে ছাত্রলীগের নীতি আর আদর্শ দেখে ছাত্রলীগে যুক্ত হয়েছিলাম, সেই ছাত্রলীগের সঙ্গে বর্তমান ছাত্রলীগের আদর্শের মিল না থাকায় আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। চলাচল কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।’

জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে বলতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *