প্রায় দুই সপ্তাহ সময় ধরে সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে গোটা দেশ যখন উত্তাল, সেই সময় সোমবার (১৫ জুলাই) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের অধিকাংশই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরইমধ্যে মঙ্গলবার (১৬ জুলাই) এমনকি রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (১২ তম ব্যাচ) শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু হয়েছে। এছাড়াও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে কোটাসংস্কার আন্দোলনে যখন সারাদেশ উত্তেজনা বিরাজ করছে, সেই সময় এ ব্যাপারে কথা বলা শুরু করেছেন শোবিজ তারকারা। এ ব্যাপারে চিত্রনায়িকা পরীমণি, শবনম বুবলী, অভিনেতা নিলয় আলমগীর, কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম, সালমান মুক্তাদির ও ইফতেখার রাফসান কথা বলেছেন।
এবার এ ব্যাপারে কথা বললেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় ছাত্রলীগের হামলার ঘটনায় কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। হামলার শিকার শিক্ষার্থীদের রক্তাক্ত ছবিগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার প্রতিবাদ হিসেবে রক্তে রাঙা বিশ্ববিদ্যালয়ের লোগো পোস্ট করেন শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুলাই) এ নায়ক সেই ছবিটি ভেরিফায়েড পেজে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝড়বে কেন?’
এছাড়াও কথা বলেছেন ‘দহন’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সোয়া দুইটায় ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায় কোটা আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর একজন হামলা করছেন।
পূজা চেরি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এ কেমন স্বাধীনতা? এই স্বাধীন দেশে নারীদের প্রতি এ আচরণ মেনে নেয়া যায় না। তীব্র নিন্দা জানাই।’
Leave a Reply