শিক্ষার্থীদের যা করতে বললেন ব্যারিস্টার সুমন!

আন্দোলনকারী শিক্ষার্থীদের বিষয়ে অবশেষে মুখ খুললেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের আগামী এক মাস অপেক্ষা করতে বলেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সায়েদুল হক সুমন আরও বলেছেন, প্রয়োজনে আপনাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপনাদের দাবি জানাবো।

ব্যারিস্টার সুমন বলেন, ‘বিষয়টি এখন আদালতে কাছে। আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন। তাই শিক্ষার্থীদের বলব তারা যেনো একটা মাস অপেক্ষা করেন।’

প্রসঙ্গত, কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হেলমেট পরে লাঠি, হকিস্টিক, গাছের গুড়ি নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এই হামলায় আহত হয়েছেন প্রায় ৩০০ জন। তাদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *