আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ অন্তত ২২ জন। পাহাড়ি রাস্তা, সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ। বিপর্যয় মোকাবিলায় মাঠে নেমেছে ভারতীয় সেনাবাহিনী।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নাকাল হিমাচল প্রদেশের বাসিন্দারা।
রাজ্যের মণ্ডি, সোলান, সিমলা, কুলুসহ প্রায় ১২ জেলায় ঘরবাড়ি, গবাদি পশু ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
বন্যা, পাহাড় ধস, বজ্রপাতে এখন পর্যন্ত অর্ধশতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। তবে, দুর্গম পাহাড়ি রাস্তা আর ভয়াবহ বৃষ্টির কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এই দুর্যোগে ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৮ লাখ রুপির বেশি। তবে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি অবকাঠামোর, যার আর্থিক মূল্য প্রায় ২৮৩ কোটি রুপি।
একাধিক সেতু, রাস্তাঘাট ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিপর্যস্ত জনজীবন। বন্যার্তদের ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিকে টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের পর্যটন শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
Leave a Reply