free tracking

কাঁদতে কাঁদতে বিমানবন্দরে নোরা ফাতেহি, কী ঘটেছিল!

কাঁদতে কাঁদতে বিমানবন্দরে প্রবেশ করলেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সাধারণত তাকে হাসি-খুশি দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে, সোশ্যাল মিডিয়ায় কিংবা পাপারাজ্জিদের ফ্রেমে। কিন্তু এবার অশ্রুসিক্ত অবস্থায় দেখা গেল এ তারকাকে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার (৬ জুলাই) এমন বেশে নোরা ফাতেহির এয়ারপোর্টে প্রবেশের সময় তার মুখের অভিব্যক্তি স্পষ্ট জানান দেয় যে, মন ভালো নেই তার।

তাকে দেখে অনেকে ছবি তুলতেও আসেন। এক ভক্ত ছবি তুলতে আসলে তাকে সরিয়ে দেয় দেহরক্ষী। দেহরক্ষীর অভিব্যক্তিও স্পষ্ট জানান দেয় যে, মন ভালো নেই নোরার। এদিন নোরার পরনে ছিল কালো প্যান্ট ও কালো লম্বা হাতা জ্যাকেট।

খোলা চুল, চোখে কালো রঙের সানগ্লাস আর হাতে একটি ব্যাগ। এমন বেশে মুম্বাই এয়ারপোর্টে গাড়ি থেকে নামেন। এ সময় চোখে সানগ্লাস থাকলেও তারই আড়ালে চোখ থেকে গড়িয়ে পানি পড়তে দেখা যায়। কান্না করতে করতেই এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে দেখা যায় তাকে।

এ ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই অনুরাগীদের প্রশ্ন, ঠিক কী কারণে কান্না করছেন নোরা ফাতেহি? তার এ মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ অবশ্য জানা যায়নি। তবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করছেন―কাছের কোনো মানুষকে হারিয়েছেন এ তারকা।বিমানবন্দরে আসার এক ঘণ্টা আগেই নোরা তার সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।’ কারো মৃত্যুর খবরে ইসলাম ধর্মাবলম্বীরা এটি বলে থাকেন। তবে কি আপনজন হারিয়েছেন এ অভিনেত্রী? এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

নোরা ফতেহিকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’-এ। এতে তার সঙ্গে ঈশান খাট্টার, ভূমি পেডনেকর, জিনাত আমান, সাক্ষী তানওয়ার, ডিনো মোরিয়া এবং মিলিন্দ সোমনও ছিলেন। সিরিজে নোরার কাজ দর্শকদের বেশ পছন্দ হয়েছে। অভিনয় ছাড়াও, নোরা তার নাচের মাধ্যমেও মানুষকে মুগ্ধ করেন বারে বারেই। এছাড়া বিভিন্ন রিয়ালিটি শোতে বিচারক হিসেবেও দেখা মেলে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *