free tracking

নারীসহ রেস্ট হাউসে ‘ধরা পড়া’ সেই ওসিকে যে শাস্তি দেওয়া হলো!

স্ত্রী পরিচয়ে নারীকে যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্টহাউসে ওঠা ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমরান জাকারিয়া প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত ৩০ জুন সন্ধ্যায় যশোর পাউবোর পুরাতন রেস্টহাউসের কপোতাক্ষ কক্ষে ওঠেন মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম। সম্প্রতি এ ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এক নারীকে সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন তিনি। পরে যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনিসহ কিছু লোক সেখানে উপস্থিত হন। রেস্টহাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কির একপর্যায়ে ওসি সাইফুল ইসলাম বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে তাঁকে টেনেহিঁচড়ে আবার ঘরের ভেতর নিয়ে যান তাঁরা। ওই সময় বাগ্‌বিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *