free tracking

পর্ণ ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জাপানের তারকা!

জাপানি প্রাক্তন পর্ন তারকা রায়ে লিল ব্ল্যাক এখন নতুন এক জীবনের পথে। নীল ছবির জগৎ থেকে সরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। নিজের নামও পরিবর্তন করে রেখেছেন নূরে ইস্তেকবাল।

সম্প্রতি এক ভিডিও বার্তায় লিল ব্ল্যাক জানিয়েছেন, “টাকা, খ্যাতি, যশ সবই ছিল, কিন্তু মনের শূন্যতা কিছুতেই কাটছিল না। সেই শূন্যতা থেকেই আল্লাহর দেখানো পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।”

লিল জানান, মালয়েশিয়ায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েই তার জীবনে বড় পরিবর্তন আসে। ২০২৪ সালে তিনি ইসলাম গ্রহণ করেন এবং এখন নিয়মিত নামাজ, রোজা পালন করছেন।

গত রমজানে মালয়েশিয়ার কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে তাকে রোজা রাখতে দেখা যায়। সেই ছবি ও ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

বর্তমানে তিনি ইনস্টাগ্রাম ও টিকটকে ইসলামিক কনটেন্ট তৈরি করছেন। যদিও তার এই পরিবর্তন নিয়ে নেটিজেনদের একাংশ সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ এটিকে “সস্তা জনপ্রিয়তা পাওয়ার কৌশল” বলেও মন্তব্য করেছেন।

তবে সমালোচকদের উদ্দেশে নূরে ইস্তেকবাল বলেন, “আমি জান্নাতে যাব কি না, আমার পাপ ক্ষমা হবে কি না সেটা তোমাদের জানার বিষয় নয়। তোমরা নিজেদের আমল ঠিক রাখো, আমি আমারটা বুঝে নেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *