গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন বা ভরা মজলিশে, হঠাৎ করে পেটে কামড়! কিন্তু লজ্জায় পেটের বায়ু চেপে রাখা ছাড়া আর উপায় নেই। এমন পরিস্থিতি প্রায় সবার কাছেই পরিচিত। সাময়িকভাবে এতে মান-সম্মান রক্ষা হলেও এই অভ্যাস শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে শরীরে একাধিক গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
যখন বায়ু চেপে রাখা হয়, তখন সেই গ্যাস বৃহদন্ত্রে চাপ সৃষ্টি করে। এর ফলে তাৎক্ষণিকভাবে পেটে তীব্র ব্যথা, পেট ফাঁপা এবং অস্বস্তিকর বুদবুদ শব্দ হতে পারে। গ্যাসের চাপ বাড়তে থাকলে তা হজমের প্রক্রিয়াতেও বাধা সৃষ্টি করে। এর ফলে বদহজম বা বুকজ্বালা পোড়ার মতো সমস্যা হতে পারে।
কিডনিতে পাথর তৈরি করতে পারে যেসব খাবারে
সবচেয়ে ভয়াবহ যে জিনিসটি হতে পারে তা হলো ‘ডাইভার্টিকুলাইটিস’।
ব্রেইন স্ট্রোকের আগে কয়েকটি সংকেত
সূত্র : আজকাল
Leave a Reply