ব্যাটিংয়ে হৃদয়-শান্তর পাকনামি যেন তাসের ঘরের মতো ভেঙে দিল টাইগারদের জয়ের স্বপ্ন! শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দুর্দান্ত সূচনা পেলেও মাঝের ওভারগুলোর ব্যর্থতায় বড় ধাক্কা খায় বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশা গোপন না করে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বললেন, “ভালো শুরুটা কাজে লাগাতে পারিনি, মাঝের ওভারে উইকেট হারানোয় ভুগেছি।”
ব্যাট হাতে শুরুটা ছিল বেশ ইতিবাচক। ওপেনিংয়ে ভালো লড়াইয়ের পর যখন মনে হচ্ছিল ম্যাচ জমে উঠবে, তখনই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। হৃদয় ও শান্ত যেভাবে শট খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন, তা নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ স্পষ্ট। দলের ভেতরেও ছিল স্পষ্ট হতাশার ছায়া।
ম্যাচ শেষে মিরাজ বলেন, “আমরা মাঝের ওভারে কোনো পার্টনারশিপ করতে পারিনি। কয়েকটি উইকেট দ্রুত হারানোয় শুরুটা কাজে লাগানো সম্ভব হয়নি। আমাদের দলটা এখনও জুনিয়র, নতুন কিছু খেলোয়াড় আসছে। চেষ্টা করছি ইতিবাচক থাকতে। আশা করি, সামনে সবাই আরও ভালো করবে।”
বিশ্লেষকরা বলছেন, বারবার একই ধরণের ব্যাটিং বিপর্যয় দলকে ভোগাচ্ছে। বিশেষ করে মিডল অর্ডারে স্থিরতা না থাকায় ম্যাচ হাতছাড়া হচ্ছে। অধিনায়কত্ব পেয়ে মিরাজের কাঁধে যেমন দায়িত্ব বেড়েছে, তেমনি ব্যাটিং অর্ডারেও দরকার অভিজ্ঞতা ও ঠান্ডা মাথার পরিকল্পনা।
Leave a Reply