free tracking

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ: দেখেনিন ২ দলের একাদশ!

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে টাইগাররা। তাই আজ ডাম্বুলায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি, আর এ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই টাইগারদের।

প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারার পর দলে কিছু পরিবর্তনের আভাস মিলছে। বিশেষ করে ব্যাটিং অর্ডারে আসতে পারে রদবদল। প্রথম ম্যাচে খেলা হয়নি জাকের আলী অনিকের, আজ তার একাদশে ফেরা প্রায় নিশ্চিত। এছাড়া পেস আক্রমণে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান, যিনি তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকতে পারেন।

অন্যদিকে অধিনায়ক লিটন দাস ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও তার প্রতি আস্থা হারাচ্ছেন না কোচ ফিল সিমন্স। প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়ে পরের দুই ম্যাচে জায়গা হারালেও টি-টোয়েন্টিতে এখনও তার ওপরই নেতৃত্বভার রেখেছে ম্যানেজমেন্ট।

পরিসংখ্যান অনুযায়ী, শ্রীলঙ্কার মাটিতে দুই দলের ৬টি টি-টোয়েন্টি ম্যাচে জয় সমান ৩টি করে। তবে সব মিলিয়ে মুখোমুখি ১৮ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৬টিতে, বাকি ১২ বার জিতেছে লঙ্কানরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ (২য় টি-টোয়েন্টি):তানজিদ হাসান তামিম

পারভেজ হোসেন ইমন

লিটন দাস (অধিনায়ক)

তাওহীদ হৃদয়

জাকের আলী অনিক

শামীম হোসেন পাটোয়ারী

মেহেদী হাসান মিরাজ

তানজিম হাসান সাকিব

মোহাম্মদ সাইফউদ্দিন

রিশাদ হোসেন

মুস্তাফিজুর রহমান

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:পাথুম নিশাঙ্কা

কুশল মেন্ডিস (উইকেটরক্ষক)

কুশল পেরেরা

আভিষ্কা ফার্নান্দো

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক)

দাসুন শানাকা

চামিকা করুণারত্নে

জেফ্রে ভ্যান্ডারসে

মহেশ থিকশানা

নুয়ান থুসারা

বিনুরা ফার্নান্দো

ম্যাচের সময় ও ভেন্যু:

তারিখ: ১৩ জুলাই ২০২৫, রোববার

সময়: সন্ধ্যা ৭:৩০ (বাংলাদেশ সময়)

ভেন্যু: রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ডাম্বুলা

আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে। লিটনের দল ঘুরে দাঁড়াতে পারবে কিনা, সেটা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *