free tracking

শিক্ষকদের বদলি ও পদায়নে নতুন নিয়ম চালু!

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে অনলাইন আবেদন সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

অনলাইন আবেদনের সময়সীমা:

১৩ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত

আবেদন করতে হবে: http://pds.sib.gov.bd

পিডিএস আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।

মূল নির্দেশনাসমূহ:

২০২৪ সালের ৩১ জুলাই থেকে কার্যকর হওয়া বদলি নীতিমালার ভিত্তিতে অনলাইন আবেদন প্রক্রিয়া পরিচালিত হবে।

নীতিমালা বাস্তবায়নে একটি বিশেষ অনলাইন সফটওয়্যার চালু করা হয়েছে।

শুধুমাত্র অনলাইনে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে। অন্য কোনো উপায়ে (হাতে লেখা, ইমেইল, ডাকযোগে) পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।

একজন আবেদনকারী সর্বোচ্চ ৫টি পছন্দের প্রতিষ্ঠান বেছে নিয়ে আবেদনের সুযোগ পাবেন।

অনুমোদিত আবেদনগুলোর প্রেক্ষিতে বদলির আদেশ মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বদলি ক্ষমতার ক্ষেত্রভিত্তিক বিভাজন:

৯টি অঞ্চলে উপপরিচালক ও বিদ্যালয় পরিদর্শক পদের বদলির ক্ষমতা থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে।

অন্য সকল পদে (সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী বিদ্যালয় পরিদর্শক, সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার) মাউশি কর্তৃপক্ষ বদলি ও পদায়নের দায়িত্ব পালন করবে।

আবেদন করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত:

শিক্ষানবিশকাল শেষ না হলে কোনো শিক্ষক/কর্মকর্তা বদলির জন্য আবেদন করতে পারবেন না।

পিডিএস (Personal Data Sheet) যদি অসম্পূর্ণ বা হালনাগাদ না থাকে, তবে আবেদন বাতিল বলে গণ্য হবে।

আত্মীকৃত শিক্ষক/কর্মকর্তারা এই বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না।

এটি মাউশি কর্তৃক পরিচালিত ডিজিটাল বদলি ব্যবস্থাপনার অংশ, যা শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যেই বাস্তবায়ন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *