free tracking

আরো ৪ পুলিশ কর্মকর্তা উধাও!

ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আরও চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এই সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়। এসব প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন—

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত,

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম,

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানী,

এবং ডিএমপির (ট্রাফিক মিরপুর জোন) সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ।

প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ২০১৮ এর ধারা ২(খ) ও ২(চ) অনুযায়ী তাদের এই অনুপস্থিতিকে ‘অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই অনুপস্থিতির প্রথম দিন থেকেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে একই কারণে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। আজকের আদেশের পর মোট বরখাস্ত হওয়া পুলিশের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *