মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির গোলের বন্যা যেন থামছেই না। ক্লাব বিশ্বকাপের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন মেসি। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে দুই গোল করে এমএলএসে ইতিহাস গড়েছেন বিশ্বকাপজয়ী ফুটবল যাদুকর মেসি। টানা চার ম্যাচে একাধিক গোল করার নজির নেই অন্য কোনো খেলোয়াড়েরের।
শনিবার (১৩ জুলাই) ন্যাশভিলের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি।
ইন্টার মায়ামি প্রথমার্ধে এগিয়ে যায় ১৭তম মিনিটে মেসির ফ্রি-কিক থেকে করা গোলের মাধ্যমে। এটি ছিল ফ্রি-কিক থেকে তার ক্যারিয়ারের ৬৯তম গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যারি মুখটারের হেডে সমতা ফেরায় ন্যাশভিল। তবে ৬২তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল পেয়ে সহজেই দ্বিতীয় গোলটি করে দলকে আবার এগিয়ে দেন মেসি। পুরো ম্যাচে মায়ামি নিয়ন্ত্রণে রাখে খেলা, ৯টি শটের ৫টি ছিল লক্ষ্যে। ন্যাশভিল ৮টি শট নিয়েও মাত্র ২টি নিতে পারে লক্ষ্যে।
চলতি মৌসুমে মেসি ১৬ ম্যাচে ১৬ গোল করে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা। তার অ্যাকাউন্টে রয়েছে ৭টি অ্যাসিস্ট। লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকা মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৫ নম্বরে আছে।
Leave a Reply