free tracking

১৫ লাখ সরকারি চাকরিজীবীর জন্য সুখবর!

১৫ লাখ সরকারি চাকরিজীবী উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এসংক্রান্ত পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করেন।

এর ফলে প্রায় ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা পাবেন।

এর আগে গত ৩০ এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দেন।

১০ বছর পূর্ণ হতে এক গ্রেড ওপরে উঠা যায়। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫-এর অনুচ্ছেদ ৭-এর বিধান অনুযায়ী আবেদনকারী কোনো অফিসারগণ বর্তমান পদে দুই বা ততধিক সিলেকশন গ্রেড স্কেল বা উচ্চতর স্কেল বা টাইম স্কেল (যে নামেই অভিহিত হোক) পেয়ে থাকলে তারা এ সুবিধা পাবেন না। এ ছাড়া একই পদে ১০ (দশ) বছরের অধিককাল সন্তোষজনকভাবে চাকরি পূর্তি হলেই কেবল বর্ণিত উচ্চতর গ্রেডে বেতন পাবেন। যদি কোনো কর্মকর্তা বর্ণিত সময়ে চাকরিকাল সন্তোষজনক না হয় তবে তিনি বর্ণিত উচ্চতর গ্রেডে বেতন পাবেন না।

চাকরির ১৬ বছর পূর্তিতে বা একই পদে ১৬ বছর পূর্ণ হলে সপ্তম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়া যায়। একই পদে কর্মরত কর্মচারী কোনো প্রকার উচ্চতর স্কেল (টাইম স্কেল)/সিলেকশন গ্রেড (যে নামেই অভিহিত হোক) না পেয়ে থাকলে সন্তোষজনক চাকরির শর্তে তিনি ১০ বছর চাকরি পূর্তিতে ১১তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড এবং পরবর্তী ৬ বছরে পদোন্নতি না পেলে সপ্তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *