free tracking

এত কিছু জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি!

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার পৃষ্ঠার নথিপত্র জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এত বিশাল পরিমাণ কাগজপত্র দাখিল করলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। নির্বাচন কমিশন বলেছে, তাদের আরও কিছু ঘাটতি পূরণ করে নতুন করে নথি জমা দিতে হবে।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। যেসব দলের কাগজপত্রে ঘাটতি রয়েছে, তাদের ১৫ দিনের মধ্যে তা পূরণ করতে হবে।

এর আগে গত জুনের শেষদিকে এনসিপি ট্রাকে করে নির্বাচন ভবনে কাগজপত্র জমা দেয়। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী জানান, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে।

ইসির নিবন্ধনের প্রধান শর্তগুলো:

দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে

কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে

১০০ উপজেলা বা মেট্রোপলিটন থানার ২০০ ভোটারের সমর্থন দলিল

দলীয় গঠনতন্ত্র, ইশতেহার, লোগো, কমিটির তালিকা, ব্যাংক হিসাবসহ অন্যান্য নথি জমা দিতে হবে

ইসি যাচাই-বাছাই শেষে শর্ত পূরণ করলে রাজনৈতিক দলকে প্রতীকসহ নিবন্ধন সনদ দেবে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *