জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গোপালগঞ্জ সমাবেশে হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এই কর্মসূচির ডাক দেওয়া হয়।
ফেসবুক ঘোষণায় যা বলা হয়েছে:”গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশের সব ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হচ্ছে।”
এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। উপস্থিত এনসিপি নেতাকর্মীরা এর জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছেন।
আক্রমণকারীরা মঞ্চে থাকা মাইক, চেয়ার ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ জুলাই থেকে শুরু করে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামের মাসব্যাপী কর্মসূচি। গোপালগঞ্জে আজকের কর্মসূচির নাম ছিল ‘মার্চ টু গোপালগঞ্জ’। এই কর্মসূচিকে ঘিরেই গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়।
Leave a Reply