free tracking

গোপালগঞ্জের ‘নতুন নাম’ প্রস্তাব!

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “দিল্লির আশ্বাসে ভর করে ফ্যাসিবাদী আওয়ামী শাসকগোষ্ঠী এখনো আস্ফালন করছে। এই দেশ আর শেখ হাসিনার নয়—এখন এই দেশ মুগ্ধ, ওয়াসিম ও আবু সাঈদের।”

তিনি বলেন, “দেশবাসীকে প্রস্তুতি নিতে হবে গোপালগঞ্জকে ‘আবু সাঈদগঞ্জ’ বানানোর লক্ষ্যে।”

রাশেদ প্রধান এসব কথা বলেন বুধবার (১৬ জুলাই) রংপুরের পায়রা চত্বরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে।

জুলাই মাসব্যাপী “গণ-অভ্যুত্থান স্মরণ ও আগামীর বাংলাদেশ গঠনের” কর্মসূচির অংশ হিসেবে জাগপার ১৬তম দিনের এ কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। কর্মসূচির শুরুতে জাগপা নেতারা শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেন।

রাশেদ প্রধান বলেন, “আওয়ামী লীগের লোকজন গোপালগঞ্জে বারবার পুলিশ, ইউএনও ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আবারও প্রমাণ করেছে—তাদের অপরাজনীতি এই দেশের মানুষের বিরুদ্ধেই পরিচালিত।”

তিনি আরও বলেন, “শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে—খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা এবং ভারতের আধিপত্যবাদ প্রতিহত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *