free tracking

অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বরখাস্ত!

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, হাসানুজ্জামান মোল্যা চট্টগ্রাম ডিআইজি এপিবিএনের কার্যালয়ে কর্মরত ছিলেন। গত ১২ ফেব্রুয়ারি থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এ কারণে ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি ৩ (গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে তিনি খোরপোশ প্রাপ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *