free tracking

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে যা বলছে সরকার!

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সরকারি বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়।

বিবৃতিতে বলা হয়, “কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট।” সরকারের পক্ষ থেকে দেশের যেকোনো স্থানে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল রাখতে অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এছাড়াও বলা হয়, “গোপালগঞ্জ বা দেশের অন্য কোনো অঞ্চলে মোবাইল ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্ন ঘটাতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”

প্রেস উইং-এর ভাষ্যমতে, বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, ইন্টারনেট সেবায় ব্যাঘাত ঘটানো অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। তারা এটিকে একটি “দুরভিসন্ধিমূলক অপপ্রচার” বলে উল্লেখ করে।

এ ধরনের মিস-ইনফরমেশন বা ডিস-ইনফরমেশন ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *