free tracking

নতুন করে নিবন্ধন পেতে যা করতে হবে এনসিপিকে!

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) ট্রাকে করে প্রায় ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে। এনসিপির পাশাপাশি আবেদন করা ১৪৩টি দল-এর কেউই প্রথম ধাপের শর্ত পূরণে সক্ষম হয়নি।

নির্বাচন কমিশন জানিয়েছে, আবেদনকারী দলগুলোর জমা দেওয়া কাগজপত্রে তথ্যগত ঘাটতি, অসম্পূর্ণতা ও অনিয়ম থাকায় তাদের আবেদন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তবে সংশোধনের সুযোগ রেখে দলগুলোকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

গত ২২ জুন ২০২৫ তারিখে এনসিপি নিবন্ধনের জন্য ইসিতে তাদের বিশাল নথিপত্র জমা দেয়। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল—তারা সব শর্ত পূরণ করেই আবেদন করেছে। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সে সময় ঘোষণা দেন, এনসিপি ভবিষ্যতে সরকার গঠন করবে এবং ৩০০ আসন জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে।

তবে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, “তথ্যগত ঘাটতি ও শর্ত পূরণে ব্যর্থতার কারণে কোনো দলই প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য উপযুক্ত বিবেচিত হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত আবেদনপত্র ও প্রমাণপত্র জমা দিলে কেবল তখনই তা পরবর্তী ধাপে বিবেচিত হবে।”

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একটি রাজনৈতিক দলকে নিবন্ধিত হতে হলে যেসব মূল শর্ত পূরণ করতে হয়, তার মধ্যে রয়েছে:

একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকা

দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলাতে কার্যকর কমিটি

১০০টি উপজেলা বা মহানগর থানায় কমপক্ষে ২০০ জন ভোটারের স্বাক্ষরসহ সমর্থন তালিকা

পূর্ণাঙ্গ গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলীয় লোগো ও পতাকা, কেন্দ্রীয় কমিটির তালিকা এবং ব্যাংক হিসাবের তথ্য

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন দলগুলোর কেউই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের প্রশাসনিক দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশেষ করে এনসিপির মতো দল, যারা ব্যাপক প্রচার, জনসমর্থন দাবি এবং বিশাল নথিপত্র জমা দিয়ে আবেদন করেছিল, তাদের বাদ পড়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

এখন দেখার বিষয়, আগামী ১৫ দিনের মধ্যে তারা শর্তপূরণে সক্ষম হয়ে নিবন্ধনের দৌড়ে ফিরতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *