চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তাকে ‘শহিদ’ ঘোষণা দিয়ে স্মরণীয় করে রাখার জন্য সাঈদের নামে গেট ও চত্বরের নতুন নামকরণ করেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার ক্যাম্পাসে সাঈদের গায়েবানা জানাজার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ নং গেটের নাম পরিবর্তন করে নাম রাখেন শহীদ আবু সাঈদ গেট। পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ের নাম রাখেন শহীদ আবু সাঈদ চত্বর।
আবু তালেব নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আমাদের সহপাঠীকে আমরা হারিয়েছি। জানি তাকে আর ফিরে পাবো না কিন্তু তার নামে গেটের নাম রাখছি যতদিন বিশ্ববিদ্যালয় থাকবে ততদিন আবু সাঈদ গেইট নামে চিনবে সবাই।
সোহরাব হোসেন নামে অপর এক শিক্ষার্থী বলেন, যেই গেটের সামনে আমাদের ভাই রক্ত দিয়েছে, সেই গেটকে স্মরণীয় করে রাখতে আমরা সিদ্ধান্ত নিয়েছি তার নামে রাখবো।
Leave a Reply