free tracking

ঢাকায় যুদ্ধবিমান বি’ধ্ব’স্ত, সবশেষ পরিস্থিতি!

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ খবর পাওয়া গেছে।উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, মাইলস্টোন কলেজ এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, দুপুর দেড়টার দিকে দিয়াবাড়ীতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে ৮ ইউনিট কাজ করছে।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। ঘটনাস্থলে আহত অবস্থায় একাধিক শিক্ষার্থীকে সেনাবাহিনীর গাড়িতে ওঠানো হচ্ছে। এ ছাড়াও সেখানে অভিভাবকদের ছোটাছুটি করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *