রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ওই এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
এক বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
এদিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে সেখানে উদ্ধারকাজ চলছে।
এদিকে, এ ঘটনার পর এক বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, উত্তরার বাইরে থেকে কেউ উত্তরা গিয়ে ভিড় করবেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা উত্তরাতে আছেন, তারা ভলেন্টিয়ার হিসাবে কাজ শুরু করুন। উৎসুক জনতার ভিড়ে আ্যম্বুলেন্স যেন না আটকে যায়, রাস্তাঘাট সচল রাখুন।
আরও বলা হয়, এই মুহূর্তে সবথেকে প্রয়োজনীয় জিনিস হবে ‘রক্ত’। রক্তদাতাদের তথ্য সংগ্রহ করুন। ব্লাড ডোনাররা এগিয়ে আসুন।
Leave a Reply