free tracking

বিমান বিধ্বস্তে তৃতীয় শ্রেণীর ছাত্র আফসান ওহির মা নিখোঁজ!

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত’র ঘটনায় গাজীপুরের কালিয়াকৈরের তৃতীয় শ্রেণীর ছাত্র আফসান ওহি সুস্থ অবস্থায় পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছে তার মা আফসানা প্রিয়া।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আফসানা প্রিয়া কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের ওহাব মৃধার স্ত্রী। তার স্বামী একজন ব্যবসায়ী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আফসান ওহি দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে সোমবার সকালে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে যায়। ক্লাস কক্ষে দিয়ে তিনি অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ একটি বিমান বিধ্বস্ত হয়ে স্কুলের মাঠে পড়ে যায়। এ সময় বিধ্বস্ত বিমানের আগুনের লেলিহান শিখা মাইলস্টোন স্কুলের একটি কক্ষে আগুন লেগে যায়।

এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করে। এক পর্যায়ে আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মা এখনও নিখোঁজ রয়েছেন।

ওহাবের বড় ভাই দুলাল মৃধা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেছি এখনও তার সন্ধান মিলেনি। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন এই নাম্বারে ০১৮১৪৪৪৯৩২৬ যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *