রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় রাইসা মনি নামে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির (৯) সন্ধান চায় পরিবার।
রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ও একজন ব্যবসায়ী।
সোমবার (২১ জুলাই) রাতে রাইসা মনির চাচা ইমদাদুল গণমাধ্যমকে বলেন, ‘আমার ভাতিজি রাইসা মনির কোনো সন্ধান পাচ্ছি না। উত্তরার বিভিন্ন হাসপাতাল এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটেও আমরা খোঁজাখুঁজি করেছি; কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাইনি। যদি কেউ আমার ভাতিজির সন্ধান পেয়ে থাকেন, ০১৯২৫৯৩২২২৯ নম্বরে জানানোর জন্য অনুরোধ করছি।’
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।
আইএসপিআর আরও জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন।
Leave a Reply