free tracking

এইচএসসি পরীক্ষা স্থগিত করতে শিক্ষা উপদেষ্টাকে দুই ঘণ্টার আল্টিমেটাম!

উত্তরায় বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের মর্মান্তিক ঘটনার পর আগামীকাল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে যুব সংগঠন দ্যা রেড জুলাই (Official)।

২১ জুলাই রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক পোস্টে শিক্ষা উপদেষ্টাকে দুই ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

সংগঠনটির প্রকাশিত পোস্টে বলা হয়,‘শিক্ষা উপদেষ্টা, আপনারে দুই ঘণ্টার আল্টিমেটাম দিলাম। এইচএসসি, মাদ্রাসা, পলিটেকনিকসহ সকল পরীক্ষা স্থগিত করেন।এসির নিচে অফিস কইরা শোক পালনের নাটক কইরেন না। আপনি কিছু হারান নাই।অগণিত শিশু হাসপাতালে কাতরাচ্ছে, লাশের সংখ্যা এখনো পরিষ্কার না। অনেক অভিভাবক, শিক্ষক মারা গেছে। অনেক পরীক্ষার্থীর ভাই-বোন, স্বজন মারা গেছে। আগামীকাল কোনো অবস্থাতেই এইচএসসি পরীক্ষা হতে পারে না। দুই ঘণ্টার আল্টিমেটাম দিলাম।’

উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের শতাধিক শিক্ষার্থী হতাহত হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার পর দেশজুড়ে চরম শোকের ছায়া নেমে এসেছে।

এই প্রেক্ষাপটে আগামীকাল ২২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি, আলিম ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো স্থগিত করার জোর দাবি তুলেছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *