শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য প্রধানমন্ত্রী আমাকে (আইনমন্ত্রী) ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। শিক্ষার্থীরা যখনই বসবে, আমরা তাদের সাথে বসব। আজকে বসলেও আমরা বসবো।
বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় সংসদ ভবনের টানেলের নীচে আইনমন্ত্রী আনিসুল হক চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি।
হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বলেন, আপিল বিভাগে শুনানির সময় এগিয়ে আনতে রোববার আবেদন করা হবে।
এসময় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যহারের অনুরোধ করেন আইনমন্ত্রী আনিসুল হক।
Leave a Reply