শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ে গেট ভেঙে প্রবেশ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মিছিলসহকারে সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছঁড়েছে পুলিশ। অন্যদিকে ভেতরে ভাঙচুর চালাচ্ছেন শিক্ষার্থীরা। এ সময়ের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভবন-০৫ এর সামনে পুলিশ সদস্যকে পেটাচ্ছেন একদল শিক্ষার্থী। পরে পুলিশ সদস্যরা ছাত্রদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভিডিওটি নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সভাপতি আব্দুল কাদের লেখেন, এরা কারা, কি চায়? আর আজকে সকাল থেকে কিছু মানুষ এইভাবে অনলাইনে উষ্কানি দিতেছেন কেন? আপনারাও বা কি চান?
এর আগে, দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে জড়ো হন। এরপর তারা বিক্ষোভ মিছিল ও স্লোগানে উত্তপ্ত করে তোলেন পুরো এলাকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরও আগে দুপুর ১২টার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে যানচলাচল সীমিত হয়ে পড়ে। বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারী ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের দুই জনের পদত্যাগ চাই। তারা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে পারেনা। শিক্ষার্থীদের নিয়ে তাদের কোন চিন্তা নেই। এত বড় একটা ঘটনা ঘটার পরেও গতকাল রাত দুইটা পর্যন্ত আমাদের এইচএসসি শিক্ষার্থীদের অপেক্ষা করিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এটা কেমন দায়ীত্বজ্ঞানহীন কাজ? আমাদের জীবন নিয়ে তারা তামাশা করছে আবার পরীক্ষা নিয়েও তামাশা করেছে। তারা তো এসির মধ্যে বসে অফিস করে। তাদের বোঝা উচিত এইচএসসি পরীক্ষা আমাদের জীবনের সাথে জড়িত।
Leave a Reply