free tracking

মাত্র পাওয়াঃ এবার অবতরণের পরই বিমানে আগুন!

একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইট। এবার হংকং থেকে দিল্লিগামী ফ্লাইট এআই-৩১৫-এর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। তারা জানায়, ফ্লাইটটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ পরই এ অগ্নিকাণ্ড হয়।

এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের তথ্য মতে, যাত্রীরা যখন বিমান থেকে নামছিল, তখনই আগুন শনাক্ত হয়। আগুন শনাক্ত হওয়ার পর সহায়ক বিদ্যুৎ ইউনিট বা এপিইউ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান ত্যাগ করেন।

উল্লেখ্য, এপিইউ হলো একটি ছোট ইঞ্জিন। বিমান যখন রানওয়ে ছুঁয়ে থাকে, তখন তাকে শক্তি জোগায় এটি। সেই সময় বিমানের এসি, লাইট জ্বালাতে, প্রধান ইঞ্জিন চালু করতে শক্তির জোগান দেয় এপিইউ।

এয়ার ইন্ডিয়া জানায়, বিমানটিতে ‘কিছু ক্ষতি’ হয়েছে। এটি একটি দুই ইঞ্জিনবিশিষ্ট এয়ারবাস এ৩২১ বিমান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানটি স্থগিত রাখা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালককে (ডিজিসিএ) এ বিষয়ে অবহিত করা হয়েছে। দিল্লির ঘটনাটি বিমান সংস্থাটির জন্য উদ্বেগ আরো বাড়ালো। কারণ গত ছয় মাসে পাঁচটি নিরাপত্তা লঙ্ঘনের জন্য তারা ৯টি নোটিশ পেয়েছে বলে সোমবার পার্লামেন্টে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মুরলিধর মোহল।

সূত্র: এনডিটিভ, দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *