free tracking

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেই বাংলাদেশের জন্য বড় সুখবর!

কদিন আগেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে র‍্যাঙ্কিংয়েও বড় সুখবর পেতে পারে বাংলাদেশ।

এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে। আর বাংলাদেশ আছে দুই ধাপ পিছিয়ে ১০ নম্বরে। সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যেতে পারে লাল-সবুজরা।

সিরিজ শুরুর সময় বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২০। ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ম্যাচে জয় এলে রেটিং পয়েন্ট বেড়ে ২২৩-এ পৌঁছাবে। এই পয়েন্টই বর্তমানে ৯ নম্বরে থাকা আফগানিস্তানের। ফলে সিরিজ ৩-০তে জিতলে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে আফগানদের টপকে যেতে পারে বাংলাদেশ।

অন্যদিকে সিরিজে হোয়াইটওয়াশ হলে পাকিস্তান ৪ রেটিং পয়েন্ট হারাবে। যদিও এতে করে তাদের র‌্যাঙ্কিংয়ের অবস্থানে বড় পরিবর্তন হবে না, তারা শীর্ষ আটেই থাকবে।

তবে বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে, তাহলে টাইগারদের রেটিং পয়েন্ট বাড়বে মাত্র ১, অর্থাৎ ২২০ থেকে ২২১ এবং পাকিস্তানের কমবে ২ পয়েন্ট। এই ফলাফলে দুই দলের অবস্থান অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ যদি সিরিজের শেষ ম্যাচে জয় পায় পাকিস্তান, তাহলে র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তনই হবে না। উভয় দলই থেকে যাবে তাদের বর্তমান অবস্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *