অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়ার একটি বিমান বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। হঠাৎ মাঝ আকাশে আগুন লাগে যাত্রীবাহী বিমানটিতে। বিমানকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এর কিছুক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে বিমানটি।
প্রতিবেদনে জানা যায়, সোমবার সকালে সিডনি থেকে ছেড়ে আসা ফ্লাইট ‘ভিএ১৫৮’ হোবার্টের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। সকাল ৯টার ঠিক পরে হোবার্টে অবতরণ শুরু করার সময়, বোয়িং ৭৩৭-৮এফই এর কেবিনে হঠাৎ ধোঁয়ায় ভরে যায় এবং আগুন লাগে।
এরপর আগুন নেভাতে তৎপর হন বিমানকর্মীরা। যাত্রীদের লাগেজের ভেতরে থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগেছিল বলে ধারণা।
দ্রুত ওই ব্যাগটিকে সরিয়ে ফেলা হয়। এর কিছুক্ষণ পর নিরাপদে অবতরণ করে বিমানটি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানের ক্রুরা একটি ওভারহেড বগি খুলে আগুনে পুড়ে যাওয়া একটি লিথিয়াম ব্যাটারি দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানের অগ্নিনির্বাপক যন্ত্রের প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর কেবিন ক্রুরা পানির বোতল দিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
এদিকে, ভার্জিনের মুখপাত্র জানিয়েছেন, বিমানটি অবতরণের আগেই কেবিন ক্রুরা আগুন নিভিয়ে ফেলে এবং মাটিতে থাকা দমকলকর্মীরা লকার থেকে একটি ব্যাগ বের করে।
অনলাইন সংবাদমাধ্যম পালস তাসমানিয়া জানিয়েছে, বিমানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বিমানকর্মী ধূমপানের ব্যাগে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করছেন এবং যাত্রীরা তাদের পানির বোতল নিয়ে সাহায্য করার চেষ্টা করছেন।
এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়।
Leave a Reply