free tracking

‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনা : অনেক বড় সিদ্ধান্ত নিলেন জেমস!

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমস প্রমাণ করলেন, তিনি শুধু সুরের যাদুকরই নন, মানুষের দুঃসময়ের সাথীও। সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এই রক লিজেন্ড।

জানা গেছে, আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া “নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি” কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ ব্যয় করা হবে মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায়। এমন মানবিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে।

রিভারাইনের ঘোষণারিভারাইনের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়—

“ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। ‘জেমস লাইভ ইন ফিলি’ কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।”

জেমসের প্রতিক্রিয়াঘটনার পর নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তায় শোক ও সহানুভূতি প্রকাশ করেন জেমস। তিনি লেখেন—

“ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন; তাদের জন্য আমাদের প্রার্থনা। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।”

কী ঘটেছিল মাইলস্টোনে?গত সোমবার সকাল ৯টার দিকে মিরপুরের কাছে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি বিমান বাহিনীর প্রশিক্ষণ জেট বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে এবং আহত হয়েছেন শতাধিক, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।

মানবিকতার পাশে একজন রকস্টারদেশ-বিদেশে জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও জেমস বারবারই প্রমাণ করেছেন, তিনি মাটির মানুষ। মাইলস্টোনের শিশুদের জন্য এমন মানবিক উদ্যোগ সারা দেশের মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে। এ কনসার্ট শুধু সুরের উৎসবই নয়, হতে যাচ্ছে একটি সহানুভূতির প্ল্যাটফর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *