free tracking

সিলিং ফ্যানের ময়লা পরিষ্কারের সহজ ৫ উপায় শিখেনিন!

শীত প্রায় চলে গিয়েছে। এবার গরম আসার পালা। মাথার উপর ফ্যান চালিয়ে স্বস্তির ঘুম। কিন্তু শীতের কারণে এতদিন ফ্যান বন্ধ থাকার পর, ফ্যানের ব্লেডে জমাট ময়লা। ফ্যান পরিষ্কার করা একটা ঝক্কিরই ব্যাপার। তবে চিন্তা নেই। রইল একেবারে সহজ টিপস। যার উপায়ে ৫ মিনিটেই সাফ হবে ফ্যান। ঝক্কিও কমবে।

ফ্য়ান পরিষ্কার করার আগে প্রথমেই বিছানার উপর একটা বাতিল চাদর পেতে ফেলুন। এতে ময়লা পরিষ্কার করার সময় বিছানাতে ময়লা পড়বে না। এবার হাতে নিন শুকনো কাপড়। প্রথমে এই শুকনো কাপড়েই হালকা হাতে পরিষ্কার করে নিন ফ্যানের ব্লেড। লক্ষ্য রাখবেন, বিছানায় পাতা বাতিল চাদরেই যেন ময়লাগুলো পড়ে।

বাতিল হওয়া বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেড ঢুকিয়ে দিন। তারপর কাপড়ের মুখ চেপে নিয়ে হালকা করে টেনে নিন। দেখবেন ময়লা সব কভারের মধ্যে পড়ে ব্লেড পরিষ্কার হবে। সারা গায়েও ময়লাও লাগবে না।

ফ্যানের ব্লেড পরিষ্কার করতে ব্যবহার করুন খবরের কাগজ। প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিয়ে, খবরের কাগজ অল্প জলে ভিজিয়ে ব্লেড পরিষ্কার করুন। এতে খুব সহজেই ফ্যানের ব্লেড পরিষ্কার হবে।

ফ্যানের ব্লেড পরিষ্কার করার সময় ডিটারজেন্টের সঙ্গে অল্প খাবার সোডা মিশিয়ে নিন। এতে ঝকঝকে হবে আপনার ফ্যানের ব্লেড। তবে এটি ব্যবহার করার সময় অবশ্যই হাতে গ্লাভস পরে নিন।

সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে ঝুঁকি নেবেন না। ছোট মই ব্যবহার করুন। অনেকেই চেয়ারের উপর ছোট্ট টুল রেখে, তার উপর চড়ে বসেন। এটা না করাই ভালো।

ফ্যানের ব্লেড খুলে নিয়ে ডিটারজেন্ট গোলা জলেও ভিজিয়ে রাখতে পারেন। এতে খাটনি কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *