বাংলাদেশ ক্রিকেটের প্রাথমিক দিনের এক উজ্জ্বল তারকা সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মীর বেলায়েত হোসেন আর নেই। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৯৭৯ আইসিসি ট্রফির টাইগার যোদ্ধামীর বেলায়েত হোসেন ১৯৭৭ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলেন। তিনি ছিলেন ১৯৭৯ সালের আইসিসি ট্রফি স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য, যা ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অন্যতম মাইলফলক আসর।
ঘরোয়া ক্রিকেটে আবাহনী, কালাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলেন। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ জেলার প্রতিনিধিত্ব করেছেন।
মাঠ থেকে প্রশাসনে: ক্রিকেটে আমৃত্যু নিবেদিতক্রিকেট মাঠ ছেড়ে দিলেও মীর বেলায়েত হোসেন খেলাধুলার সঙ্গ ছাড়েননি। তিনি বিসিবির ম্যাচ রেফারি হিসেবে ৭৯টি প্রথম শ্রেণির, ৮১টি লিস্ট-এ ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন। এছাড়া বিসিবির আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
বিসিবির শোক বার্তাবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে:
“মীর বেলায়েত হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি দেশের ক্রিকেটে অমূল্য অবদান রেখেছেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
বিদায় ‘মীর ভাই’, ক্রিকেট পরিবার আপনাকে মনে রাখবেবাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যারা ভিত্তি তৈরি করেছেন, মীর বেলায়েত হোসেন ছিলেন তাদেরই একজন। তার কর্ম, অবদান ও স্বচ্ছতা তাকে স্মরণীয় করে রাখবে এই জাতি ও ক্রীড়াঙ্গন।
Leave a Reply