মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৭৮ রান। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে, মাত্র ৪১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে তিনি হাঁকান ৬টি চার ও ৫টি ছয়।
ফারহান ও সাইম আইয়ুবের (২১) উদ্বোধনী জুটিতে আসে ৮২ রান, যা পাকিস্তানের ইনিংসের ভিত্তি গড়ে দেয়। এরপর হারিস (৫) ব্যর্থ হলেও মিডল অর্ডারে হাসান নওয়াজ মাত্র ১৭ বলে ৩৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। শেষদিকে মোহাম্মদ নবী ১৬ বলে ২৭ রান করে দলের স্কোর ১৭০’র ঘরে পৌঁছে দেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৩.৫ ওভারে ৩৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন একটি করে উইকেট।
পাওয়ারপ্লেতে পাকিস্তান তুলেছিল ৫৭ রান, যা ছিল চমৎকার শুরু। ইনিংসের মাঝামাঝি সময়ে কিছু উইকেট হারালেও শেষদিকে দ্রুত রান তোলায় বড় সংগ্রহ গড়তে পেরেছে। বাংলাদেশের লক্ষ্য এখন ১৭৯ রান—যা সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে হলে তাড়া করতে হবে।
ম্যাচটি বাংলাদেশের জন্য মর্যাদার লড়াই। সিরিজ ইতোমধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা। আজ জিতলে হবে ইতিহাস গড়া ৩-০ হোয়াইটওয়াশ। এখন সব চোখ বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে।
Leave a Reply