free tracking

২৫ রানে ৫ উইকেটে নেই বাংলাদেশের!

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নেওয়া।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ৫ উইকেটে হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ৫ উইকেটে ২৯ রান।

এরআগে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ জুলাই) সাহিবজাদা ফারহান ও হাসান নাওয়াজের ঝোড়ো ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করলো পাকিস্তান।

সতীর্থদের খরুচে বোলিংয়ের দিনে লাল সবুজদের পক্ষে দারুণ বোলিং করে ২ উইকেট নেন নাসুম আহমেদ। ৩৮ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *