জাকেরের এই বোল্ড হওয়ার দৃশ্যটাই বাংলাদেশের ইনিংসের প্রতীকী ছবি। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে
সিরিজ জয় শেষে আজ মিরপুরে ষোলোকলা পূর্ণ করার লক্ষ্যে নেমেছিল বাংলাদেশ। তবে সেই আশা পূর্ণ হয়নি লিটন দাস-মেহেদী হাসান মিরাজদের। উল্টো বাংলাদেশকে ৭৪ রানে সান্ত্বনার জয় পেয়েছি পাকিস্তান।
পাকিস্তানের মাটিতে সর্বশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ।
এবার ঘরের মাঠে সেই বদলা নেওয়ার সুযোগ পেয়েছিলেন শেখ মেহেদী-জাকের আলী অনিকরা। সেই লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১৭৯ রান তাড়া করতে নেমে ‘তাসের ঘর’ হয়েছে বাংলাদেশের ইনিংস।
মিরপুরে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাংলাদেশের ব্যাটাররা। শুরুটাও হয় ইনিংসের দ্বিতীয় বলেই।
রানের খাতা খোলার আগেই সালমান মির্জার বলে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি ওপেনার ফেরার পর ইনিংস মেরামতের দায়িত্ব নেওয়ার কথা ছিল লিটনের। অধিনায়ক হওয়ায় সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথাও ছিল তার। কিন্তু উইকেটরক্ষক ব্যাটার শ্রীলঙ্কায় ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ে সেরা খেলোয়াড় হলেও এবার পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
Leave a Reply