free tracking

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইকুয়েডর ও আর্জেন্টিনার ম্যাচ,জেনেনিন ম্যাচের ফলাফল!

নারী কোপা আমেরিকায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে আর্জেন্টিনা নারী ফুটবল দল। গ্রুপপর্বের চারটি ম্যাচেই জয় তুলে নিয়ে তারা সরাসরি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। বৃহস্পতিবার রাতে স্বাগতিক ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে দারুণ এক বার্তা দিলেন আর্জেন্টাইন নারীরা।

কিশি ও ফ্লোরেন্সিয়ার গোলে নির্ভার জয়ম্যাচের ১৯তম মিনিটেই কিশি নুনিয়েজ গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন বদলি খেলোয়াড় ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডো, আর নেমেই প্রথম টাচে গোল করে নিশ্চিত করেন দলের জয়।

অপরাজিত থেকে গ্রুপসেরাএর আগেও তারা একের পর এক ম্যাচে জয় তুলে নিয়েছে—

উরুগুয়ের বিপক্ষে ১-০

চিলির বিপক্ষে ২-১

পেরুর বিপক্ষে ১-০

সবগুলো ম্যাচই ইকুয়েডরের ইনডিপেনডিয়েন্টে দেল ভ্যালের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
আর্জেন্টিনা ১২
উরুগুয়ে
চিলি
ইকুয়েডর
পেরু

সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ: ব্রাজিল না কলম্বিয়া?আর্জেন্টিনার সেমিফাইনাল প্রতিপক্ষ এখনো নিশ্চিত নয়। সেটা নির্ধারিত হবে ব্রাজিল (৯ পয়েন্ট) ও কলম্বিয়া (৭ পয়েন্ট)-এর মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর। তবে একথা বলাই যায়, যেই আসুক, আর্জেন্টিনা আত্মবিশ্বাসে ভরপুর।

আর্জেন্টিনার নজর এখন শিরোপার দিকেগ্রুপপর্বের অসাধারণ পারফরম্যান্সে এখন সবার চোখ আর্জেন্টিনার সম্ভাব্য কোপা জয়ে। পুরুষদের পাশাপাশি নারীরাও যদি লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্ব দেখিয়ে দেয়, তবে সেটা হবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *